Advanced WordPress Development অনলাইন কোর্সের ২য় ব্যাচে ভর্তি চলছে, কোর্স ফী নামেমাত্রঃ ১৫০০ টাকা
(A Beginner to Advanced WordPress Development Online Course)

Advanced WordPress Development অনলাইন কোর্সের ২য় ব্যাচে ভর্তি চলছে, কোর্স ফী নামেমাত্রঃ ১৫০০ টাকা

(A Beginner to Advanced WordPress Development Online Course)
কোর্স ফী এত কম দেখে হয়তো অবাকি হবেন কারণ পুরো পৃথিবী জুড়ে তন্ন তন্ন করে খুজে বেড়ালেও এরকম একটা কোর্স আপনি ১০,০০০ টাকার নীচে করতে পারবেন বলে আমার মনে হয়না। আমার এতটাকা চাইনা। আমি চাই, কোর্স ফী অল্প হোক স্টুডেন্ট হোক বেশি। কারণ স্টুডেন্ট বেশি হলে ক্লাস করাতেও ভাল লাগে।
কোর্সটি করতে হলে আপনার
===============

একটা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার এবং ভাল স্পিডের Internet Connection থাকতে হবে।

ইংরেজি পড়তে পারা এবং ইংরেজি টাইপিং জানতে হবে।

সেইসাথে Computer Basic Knowledge থাকলে আরো ভাল।

কোনো কোড না জেনেও আপনি কোর্সটি করতে পারবেন।

লাইফ টাইম সাপোর্ট পাবেন।
কোর্স এবং ক্লাস সম্পর্কিত তথ্য
================

১লা ফেব্রুয়ারি সোমবার থেকে ক্লাস শুরু হবে।

সপ্তাহে ৩ দিন ক্লাসঃ শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার রাত ১০ টা থেকে।

ক্লাসের সময়কাল ১ঃ৩০ ঘন্টা।

কোর্সের সময়কালঃ ৩ মাস।

Zoom এর মাধ্যমে লাইভ ক্লাস করানো হবে।

ক্লাস চলাকালিন প্রতিটি ক্লাসই রেকর্ডিং করে রাখা হবে এবং পরে ক্লাসের ডাওনলোড লিংক দিয়ে দেয়া হবে।
Course Content:
===========

HTML, CSS, JavaScript এবং jQuery জানা।

WordPress ডেভেলপমেন্টের প্রাথমিক বিষয়সমূহ।

PHP Basic (WordPress Development শুরু করার জন্য লাগব)

Project-1: Basic HTML Template to WordPress Theme Conversation

Project-2: Portfolio Template to WordPress Theme Conversation

Child Theme দিয়ে Parent Theme Development

Plugin Development

Project-3: WooCommerce দিয়ে একটি eCommerce সাইট তৈরী এবং ডেভেলপ করা।

Domain, Hosting সম্পর্কে জানা এবং একটা ওয়েবসাইট লাইভ করা।

বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে Account খুলে Freelancing করে আয় করা।
ভর্তি হওয়ার নিয়ম
==========
01783203604 (bKash Personal) নাম্বারে ১৫০০ টাকা বিকাশ করে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তার শেষের দুইটা ডিজিট এবং আপানার Contact নাম্বার আমাকে মসেজ করে বলতে হবে।
bKash ছাড়া অন্যকোনো মাধ্যমে pay করতে চাইলে আমাকে মেসেজ বা কমেন্ট করে জানান।

আরও জানতে কল করুন:
01783203604
0 Comments