ফেসবুকের ডাটা সেন্টারে আগুন লাগলে কি হবে?
চলুন, উত্তর জানা যাক-
ফেসবুকে আমরা যা কিছু post করছি কিংবা, share, comment করছি সেগুলো ফেসবুকের ডাটা সেন্টারে সংরক্ষিত থাকে। কিন্তু, একটি কথা শুরুতেই মাথায় রাখতে হবে যে, ফেসবুকের কিন্তু একটা ডাটা সেন্টার না। বরং, পৃথিবীর বিভিন্ন স্থানে তাদের একাধিক ডাটা সেন্টার রয়েছে। আবার, আমাদের কম্পিউটারের হার্ড-ডিস্কের সাথে ডাটা সেন্টারের হার্ড-ডিস্কের তুলনা করলে ভুল হবে। ডাটা সেন্টারের একটি হার্ড-ডিস্ক খুলে নিলে সেই হার্ড-ডিস্কের সকল তথ্য ডাটা সেন্টারের অন্যান্য হার্ড-ডিস্কে চলে যায়। এই কারণেই ফেসবুকের ডাটা সেন্টারের যেই হার্ড-ডিস্কে আপনার ফেসবুক আইডি সংরক্ষিত আছে, সেই হার্ড-ডিস্ক খুলে ফেললেও আপনার ফেসবুক আইডি উধাও হয়ে যাবে না। কারণ, সেই হার্ড-ডিস্ক খুলে নিলে আপনার ফেসবুক আইডি অন্য হার্ড-ডিস্কে চলে যাবে।
আর, শুরুতেই বলেছি- পৃথিবীর বিভিন্ন স্থানে ফেসবুকের ডাটা সেন্টার আছে। এখন ধরুন একটি ডাটা সেন্টারে অনেক গুলো ফেসবুক আইডি সংরক্ষিত আছে। এখন সেই ডাটা সেন্টার যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলেও সেই ডাটা সেন্টারে থাকা ফেসবুক আইডি গুলো অন্য ডাটা সেন্টারে সংরক্ষিত থাকবে।
সুতরাং, "ফেসবুকের ডাটা সেন্টারে আগুণ লাগলে কি হবে?" এই প্রশ্নের উত্তর যদিও সংক্ষেপে বলা সম্ভব না। তবে সহজ উত্তর- একটি ডাটা সেন্টারে আগুণ লাগলেও আমরা ফেসবুক ব্যাবহারকারীরা হয়তো বুঝতেই পারবো না। কারণ, আগুণ লেগে যাওয়া ডাটা সেন্টারের তথ্য গুলো অন্য স্থানের ডাটা সেন্টারে থেকেই যাবে। এমনকি Google এর একজন সাবেক ইঞ্জিনিয়ারের লেখায় দেখলাম, তিনি লিখেছেন- Google এর ডাটা সেন্টারে আগুণ লাগার ঘটনা একাধিকবার ঘটেছে। অথচ, আমরা কেউ বুঝতেই পারি নি।
সংগ্রহ ঃ সাইবার সোসাইটি

0 Comments