Earn Money by Graphic Design


রা গ্রাফিক ডিজাইন সেক্টরে ক্যারিয়ার গড়তে দৃঢ় প্রত্যয়ী এবং ভালো মানের আয় করতে চান, তাদের জন্য রেপটো নিয়ে এসেছে গ্রাফিক ডিজাইনের পরিপূর্ণ কোর্স, যা শিখে আপনি হতে পারবেন একজন অভিজ্ঞ গ্রাফিক ডিজাইনার।


Course Guideline

এই কোর্সে দেখানো হবে কিভাবে আপনি একটি ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করবেন। ডিজাইনের ফান্ডামেন্টাল বিষয়াবলি, যেমন-ডিজাইন প্রিন্সিপালস, কালার থিওরি, টাইপোগ্রাফি রুলস এগুলোতে কিভাবে পারদর্শী হয়ে উঠবেন।

 

এছাড়া এমন কিছু রিসোর্স এখানে শেয়ার করা হয়েছে যা আপনি কোথাও পাবেন না।আর বাছাইকৃত কালার প্যাক,স্টাইল প্যাক তো থাকছেই যা আপনার ডিজাইনকে করে তুলবে আরো সুন্দর।

 

গ্রাফিক ডিজাইন বর্তমান সময়ের একটি চাহিদাবহুল এবং জনপ্রিয় পেশা । যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে ডিজাইন ফার্ম, এজেন্সী, আইটি কোম্পানির সংখ্যা, সেই সাথে বৃদ্ধি পাচ্ছে ডিজাইনারের কর্মসংস্থানও । বর্তমানে প্রায়ই খবরের কাগজ বা অনলাইনে গ্রাফিক ডিজাইনার এর জন্যে চাকরির বিজ্ঞপ্তি দেখা যায়। একজন ডিজাইনারের চাহিদা ও  গুরুত্ব কতখানি, সেটা নিয়ে নিশ্চয়ই বিস্তারিত বলতে হবে না।

 

সুতরাং, আপনি যদি নিজেকে গ্রাফিক ডিজাইনের উপর পরিপূর্ণ দক্ষ করে তুলতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য হতে পারে একটি দারুণ উদ্যোগ।  


    Career Guideline


    • ফ্রিল্যান্সিং করে প্যাসিভ ইনকাম করতে পারবেন

     

    • বিভিন্ন কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে জব করতে পারবেন

     

    • ডেস্কটপ পাবলিকেশন ডিজাইনার হিসেবে জব করতে পারবেন  


    Course Requirement
    Some knowledge about graphic design


    Course FAQ

    Question 1 : কোর্সটি কিভাবে করবো ?

    Answer : রেপটো একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম । আপনি অনলাইনে ঘরে বসে আপনার সুবিধামত সময়ে আমাদের কোর্সগুলো করতে পারবেন ।

    Question 2 : কোর্সের সাথে কি ডিভিডি দেওয়া হবে ?

    Answer : হ্যা, অফলাইনে শেখার জন্য কোর্সের সাথে ডিভিডি ফ্রি দেওয়া হবে। কোর্স অর্ডারের পর ডিভিডি আপনার ঠিকানায় হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।

    Question 3 : এই কোর্স শিখতে আমার কি কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে ?

    Answer : যে কেউ এই কোর্স করতে পারবেন। তবে আপনার কম্পিউটার, ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।

    Question 4 : আমি কি আপনাদের এখানে কোন ফ্রি কোর্স করতে পারবো ?

    Answer : রেপটো থেকে বিভিন্ন বিষয়ের উপর বেসিক কোর্সগুলো ফ্রি করতে পারবেন। অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার পছন্দের কোর্সটি আজই শুরু করুন।

    Question 5 : আমি কি কোর্স চলাকালীন বা কোর্স পরবর্তী ইন্সট্রাক্টরের কোন সাহায্য পাবো ?

    Answer : জি, আপনি ই-টিচারের কাছ থেকে যেকোনো সহযোগিতা নিতে পারবেন। আপনাদের সর্বাত্নক সহযোগিতায় আমাদের সাপোর্ট টীম রয়েছে। এছাড়া ক্যারিয়ার বিষয়ক যেকোনো হেল্প পেতে আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন করুন।


    Course Link
    https://drive.google.com/drive/folders/1WhhPo_Z-Bi8lKCjYxiADdvAlBvQfbP7h?fbclid=IwAR334NLIzuxUt-l5uicOea-7pzAfL814STeYuOUSW91GhHAll4dtFTlHEw0